বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১  

প্রণোদনা অর্থের যোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিজ বার্তা

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় ১৫ হাজার কোটি টাকা অর্থের যোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। শিল্প খাতের জন্য সরকার যে ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এটি তার অর্থেক।

 

১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে কীভাবে প্রণোদনার ঋণ বিতরণ হবে, তার নীতিমালা গেল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে।

 

তাতে বলা হয়েছে, ব্যাংকগুলো এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে বড় বড় শিল্পোদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে। এর মধ্যে অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫ শতাংশ পরিশোধ করবে ঋণ গ্রহিতা প্রতিষ্ঠান। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।

 

গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন।