১০,৬০০ কোটি টাকার তরঙ্গ কিনল ৪ মোবাইল অপারেটর
বিজবার্তা রিপোর্ট
বিজ বার্তা
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালুর জন্য ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করেছে বিটিআরসি। ১০ হাজার ৬০০ কোটি টাকায় তরঙ্গ কিনেছে ৪ মোবাইল অপারেটর।
বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের কমিশনার ও নিলাম পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ নিলামের আনুষ্ঠানিকতা শুরু করেন।
ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ অপারেটর কোম্পানিগুলোর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিলাম অনুষ্ঠানে।
বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালুর জন্য বেতার তরঙ্গ নিলামের আনুষ্ঠানিকতা শেষ হয় দুপুর ২ টায়। এর মধ্যে টেলিটক ১ হাজার ৬শ' ৮০ কোটি টাকায় ২৩'শ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ এবং গ্রামীণফোন ও রবি ৩ হাজার ৩শ' ৬০ কোটি টাকায় ২৬শ' ব্যান্ডে ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
বাংলালিংক কিনেছে ২৩শ' ব্যান্ডে ৪০ মেগাহার্টজ তরঙ্গ। নিলামে ২ হাজার ৩'শ মেগাহার্টজ ব্যান্ডে ১০টি ব্লকে ১০০ মেগাহার্টজ এবং ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডে ১২টি ব্লকে ১২০ মেগাহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ ছিল যার মধ্যে ৩০ মেগাহার্টজ এখনো বিক্রি হয়নি। প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ছিল প্রায় ৫১ কোটি টাকা।