হলমার্ক কেলেংকারির পরিসমাপ্তি আগামী বছর
বিজবার্তা রিপোর্ট :
বিজ বার্তা
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার
হলমার্ক কেলেংকারিতে বড় অংকের অর্থ তছরুপের পর সংকটে পড়ে রাষ্ট্রায়ত্ব খাতের সোনালী ব্যাংক। সেই ঘটনার প্রায় ১০ বছর পর এসে, আশার কথা শোনালেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
বলেন, আগামী বছরেই ঘটবে এই ঘটনার পরিসমাপ্তি।
মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রতিশ্রুতি দেন।
জানান, হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটির আইনী কাঠামোঠামো জোরালো হয়েছে। এ ধরনের দূর্ঘটনা আর ব্যাংকটিতে ঘটেনি বলেও জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মুলধন ঘাটতির কারণে রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকের আন্তর্জাতিক ব্যবসা ও লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় এ ব্যাংকের আমানতের পরিমাণ এখন ১ লাখ ৩১ হাজার ৫৯০ কোটি টাকা। যার বিপরীতে ঋণ রয়েছে ৬৯ হাজার ১১ কোটি টাকা।
জানান, বড় অংকের এ ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ১৬ শতাংশ। চলতি বছরের মার্চে ব্যাংকটির ৫৬৮ কোটি পরিচালন মুনাফা হয়েছে বলেও জানান তিনি।
বলেন, হালমার্ক পরবর্তী সময়ে সোনালী ব্যাংকের অনেক সমালোচনা হলেও ভালো ভাবেই ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি।
ব্যবস্থাপনা পরিচালক জানান, করোনা সোনালী ব্যাংক তথ্য প্রযুক্তির ব্যবহারে ব্যাপক এগিয়েছে। আগামী দিনে গ্রাহক সেবার মান বাড়াতে প্রযুক্তির ব্যবহারে আরও বেশি জোর দেয়া হচ্ছে বলেও জানান আতাউর রহমান প্রধান।
উল্লেখ্য ২০১২ সালে হলমার্কের ঋণ জালিয়াতির খবর প্রথম প্রকাশিত হয়। হলমার্কসহ ৫টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ঋণের নামে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়।
আলোচিত এ কেলেঙ্কারির হোতা হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ হলেও এর সঙ্গে সোনালী ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত ছিলেন। এ ঘটনায় ২০১২ সালের ৪ঠা অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক।