বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১  

‘অর্থনীতির চ্যালেঞ্জ সামাল দেয়া গেছে’

বিজবার্তা রিপোর্ট :

বিজ বার্তা

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার

বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ সামাল দেয়া গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জানান, করোনা সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর অর্থনীতিতে যে সংকট তৈরী হয়েছে, তা উৎরে গেলে বাংলাদেশ।

 

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এমন আশার কথা জানান, অর্থমন্ত্রী। বলেন, বাজেট ঘাটতি পূরণে তেমন কোন সমস্যা হবে না।

 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের এই মুহুর্তে আলাদা কোন পদক্ষেপ নেই বলে জানান অর্থমন্ত্রী। বলেন, যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন অস্থির। আশা করছি, যুদ্ধ থেমে যাবে এবং বিশ্ব স্থিতিশীল হবে। বাংলাদেশে জিনিসপত্রের দাম কমে আসবে।’  

 

অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ এবং আগামী অর্থবছরের জন্য ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি বহাল থাকবে এবং আমি মনে করি, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে প্রাক্কলিত জিডিপি অর্জন সম্ভব হবে।

 

বৈঠকে ৫ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রস্তাব অনুমোদন দেয় হয়।