বিদ্যুতের প্রি-পেইড কার্ড হারালে যা করবেন
বিজবার্তা রিপোর্ট :
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০
বিদ্যুতের প্রি-পেইড কার্ড খুবই প্রয়োজনীয়। যত্ন করে রাখাটাই বাঞ্চনীয়। তবে, মনের অজান্তেই অনেক সময় হারিয়ে যেতে পারে এই দরকারি জিনিস।
কার্ড হারালে, প্রথমেই কার্ড নম্বর এবং হিসাব নম্বর সহ স্থানীয় থানায় জিডি (সাধারণ ডায়েরী) নথিভূক্ত করতে হবে। তারপর ওই জিডি কপি নিয়ে এসে সংশ্লিষ্ট ডেসকো অফিসে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।
তারপর, নতুন কার্ডের জন্য ৩০০ টাকা ফি জমা দিতে হবে। এবং মাত্র এক কর্মদিবসের মধ্যেই আপনার প্রে-পেইড কার্ড গ্রহণ করুন।